জাতীয়ঢাকা বিভাগনারায়ণগঞ্জবন্দরসারাদেশ
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বন্দরবাসীর পক্ষ থেকে ফারুক হোসেন’র শুভেচ্ছা
নিজস্ব সংবাদাতা, নারায়ণগঞ্জ:
বন্দর থানাধীন জাতীয় যুব সংহতি যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন এক সাক্ষাৎকারে বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ৷
লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। এই দিনে জাতি স্মরণ করছে বীর শহিদদের। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। জাতীর জীবনে স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।
এই দিনটি প্রত্যেক বাংলাদেশীর জীবনে বয়ে আনে একই সঙ্গে আনন্দ, বেদনা, গৌরবের এক অম্লমধুর অনুভূতি। একদিকে হারানোর কষ্ট অন্যদিকে মুক্তির আনন্দ।
তবে শেষ পর্যন্ত সবকিছু ছাড়িয়ে স্বাধীনতা প্রাপ্তির অপার আনন্দই বড় হয়ে উঠে প্রতিটি বাঙালির কাছে। গৌরবোজ্জ্বল এই দিনটি প্রতিবছর আসে আত্মত্যাগ, আত্মপরিচয় ও ঐক্যের বার্তা নিয়ে। সেই সাথে স্মরণ করিয়ে দেয় আমাদের দায়িত্ব এবং কর্তব্য। নব উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও দিকনির্দেশনা নিয়ে আসে এই দিন। আমাদের উচিত এই দিনটিকে শক্তিতে পরিণত করে নতুন দিনের পথে এগিয়ে চলার।