জেলা/উপজেলানারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
নাসিক ৮নং ওয়ার্ডে জাতীয় পরিচয়পত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টায় ধনকুন্ডা পপুলার স্কুল মাঠ প্রাঙ্গণে নাসিক ৮নং ওর্য়াডের কাউন্সিলর রুহুুুল আমিন মোল্লার সার্বিক তত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়।
২০১৯ সালে ওই ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধিত দুই হাজার সাতানব্বই জনকে স্মাট কার্ড প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন, নাসিক ৮নং ওয়ার্ড সচিব সাইফুল প্রমুখ।
কাউন্সিলর রুহুুুল মোল্লা বলেন, নাসিক ৮নং ওয়ার্ডস্থ দুই হাজার সাতানব্বই জন ভোটারকে স্মার্ট কার্ড প্রদান করা হবে। সুশৃঙ্খলভাবে ভোটারদের হাতে স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে।
স্মার্ট কার্ড পেয়েছে এমন নতুন ভোটাররা তাদের প্রতিক্রিয়ায় বলেন, কি বলবো, কতো যে আনন্দ লাগছে তা ভাষায় বুঝতে পারবো না, আমরা নতুন ভোটার হয়েছি খুবই আনন্দ লাগছে। এ যেন এক নতুন পাওয়া, আমরা আগামী নির্বাচনে এই প্রথম ভোট দিবো, তবে যোগ্য ব্যাক্তিকেই ভোট দিবো।