জাতীয়জেলা/উপজেলাসারাদেশসিলেট বিভাগ
কমলগঞ্জে গণহত্যা দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
উপজেলা স্কাউটস কমিশনার মোঃ শাহীদ আলী’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন তরফদার, বীর মুুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি আছলাম ইকবাল মিলন, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পরিষদ ভাইস চেয়ারম্যান বিলকিশ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পিপি কর্মকর্তা ডাঃ এম, মাহবুবুল আলম ভূঁইয়া, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ প্রমূখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।