নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে প্রকৌশলী আল মামুনুর রশীদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

আহসানুল হাবিব সোহাগ, বজ্রধ্বনি  রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার বাদ আসর সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের এসওরোড এলাকায় জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি প্রকৌশলী আল মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ২ আলহাজ্ব মতিউর রহমান মতি।

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র।স্বাধীনতার ৫০ বছরের মাইলফলকে এসে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের স্বর্ণশিখরে। বঙ্গবন্ধু কখনও আপোস করেন নাই। তিনি লড়াই করতে শিখিয়েছেন। লড়াই করে বাঁচতে হবে। আমরা লড়াই করে এই পর্যন্ত এসেছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাসিক ৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন খাজা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জোবায়ের আলম হীরা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিফাত, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ, বাংলাদেশ ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সভাপতি আশরাফ উদ্দিন, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাষ্টার সহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তিগণ।

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close