খেলাধুলা

ঢাকা টেষ্ট : দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ২২৩ রান

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। সকালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৩৭ রানে জন ক্যাম্পবেলকে ফেরান তাইজুল ইসলাম।

দলীয় ৬৬ রানে এলবির ফাঁদে পরে মাঠ ছাড়েন উইন্ডিজের এই ওপেনার। এর পরেই উইন্ডিজ শিবিরে আঘাত হানেন আবু জায়েদ রাহি। ব্যক্তিগত ৭ রানে শাইনে মোসলে মাঠ ছাড়েন পরিষ্কার বোল্ড হয়ে।

দলের রানের চাকা সচল রাখতে পারেনি আরেক ওপেনার ব্যাটার ব্রাথওয়েটও। তিনি আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ব্যক্তিগত ৪৭ রান ও দলীয় ১০৪ রানের মাথায়। উইন্ডিজের এই ওপেনারের ব্যাট থামিয়েছেন সৌম্য সরকার।

প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করা মায়ার্সকে এই ইনিংসে দাঁড়াতে দেয়নি রাহি। ব্যক্তিগত ৫ রানে মায়ার্সকে সৌম্যের ক্যাচ বানায় আবু জায়েদ রাহি। এর পরে তাইজুলের বলে ২৮ রানে ব্লাকউড ফিরলেও দলের রানের চাকা সচল রেখেছেন বোনার। ৭৪ রানে তিনি রয়েছেন অপরাজিত। ফলে দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছে আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম। আর একটি উইকেট পেয়েছেন সৌম্য সরকার।

সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের পাহাড় টপকে রেকর্ড জয় তুলে নেয় সফরকারীরা। মায়ার্স তার অভিষেক ম্যাচে খেলেন ২১০ রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হক শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোজলি, এনক্রুমা বোনার, কাইল মায়ার্স, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডি সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close