খেলাধুলা
ফরাসি লিগে টেবিলের শীর্ষে পিএসজি
ফরাসি লিগ ওয়ানে অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে নেইমারের পিএসজি।
ফরাসি লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইকে আতিথ্য দেয় অ্যাঞ্জার্স। সমীকরণটা ছিলো ম্যাচ জিতলেই টেবিল টপার পারসিয়ানরা। যদিও ম্যাচের শুরুতেই ছন্দহীন ফুটবল নেইমার-এমবাপ্পেদের। প্রতিপক্ষের রক্ষণপ্রাচীর যেনো কিছুতেই ভেদ করতে পারছিল না বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে সুযোগ পেয়েও কাজের কাজটি করতে ব্যর্থতার পরিচয় দেয় স্বাগতিক ফরোয়ার্ডরা। তাই তো প্রথমার্ধ থাকে গোলশূন্য।
বিরতির পর নড়েচড়ে বসে পিএসজি শিবির। মুহুর্মুহু আক্রমণ রচনা নেইমার-ডি মারিয়াদের। তাই তো ৭০ মিনিটে বাঁ পায়ের দারুণ শটে দলকে এগিয়ে দেন কুরজাওয়া। শেষ দিকে অ্যাঞ্জার্স সমতায় ফিরতে না পারলে, স্বস্তির জয় পায় পিএসজি।
এ জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিঁওকে হটিয়ে শীর্ষে উঠে এলো পচেত্তিনোর দল।