খেলাধুলা

১০ মাস পর মিরপুরে বিদেশী ক্রিকেটার

দীর্ঘ ১০ মাস পর মিরপুর স্টেডিয়ামে পদার্পণ হলো বিদেশি ক্রিকেটারদের। ৩ দিনের আইসোলেশন শেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম সারির অনেক ক্রিকেটার না এলেও, সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী, এই সফরে ক্যারিবীয়দের ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ।

অনুশীলনে খুব একটা আগ্রহ নেই ১৪৫ কেজি ওজনের রাকিম কর্নওয়ালের। মিরপুর স্টেডিয়ামের নেটে সতীর্থরা। তাদের দিকে নির্লিপ্ত দৃষ্টি দীর্ঘকায় এ ক্রিকেটারের। একেবারে যে ব্যাটিং-বোলিং করেননি, তা নয়। সহজাত ঢংয়ে ব্যাটিং করেছেন। টাইগারদের ডেরায় ভয়টা যে স্পিনে, সেটাও চর্চা করে গেছেন কিছু সময়।

আগের দিন টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েইট বলেছিলেন, বাংলাদেশের স্পিনিং উইকেট নিয়ে আলাদা পরিকল্পনা আছে। স্পিনারদের নেট সেশন তাই যেন দীর্ঘ। আরেক পাশে ক্লান্তিহীন টেস্টের পেস অ্যাটাক। মুমিনুলদের উইকেট উপড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের লক্ষ্যে কেমার রোচ- শ্যানন গ্যাব্রিয়েল- আলজারি জোসেফরা। ওয়ানডে দলটা তুলনামূলক অনভিজ্ঞ হলেও, একেবারে হাল ছেড়ে দিতে নারাজ জেসন মোহাম্মদ বাহিনী।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের অধিনায়ক জেসন মোহাম্মদ বলেন, বাংলাদেশের স্কোয়াড শক্তিশালী। সাদা বলে হোম ভেন্যুতে তারা ভালো খেলে। তবে, আমরাও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সিরিজ জয়ই আমাদের লক্ষ্য থাকবে। সেজন্য পুরো সিরিজে আমাদের ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো জায়গাতেই ঘাটতি রাখা যাবেনা। বাংলাদেশে নেমে তিন দিন আইসোলেশনে ছিল ক্যারিবীয়রা। দুই দফা করোনা নেগেটিভ সনদ নিয়ে মাঠে নেমে স্বস্তিতে ফিল সিমন্সের দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close