সারাদেশ

গাছে সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আমড়াগাছিয়া এলাকার সিংবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম (৩৩) উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মোঃ শামসুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্বাস্থ্য সহকারী মোঃ আসলাম হোসেন জানান, শহিদুল উপজেলার আমড়াগাছিয়া থেকে মোটরসাইকেল যোগে রায়েন্দা আসছিলো। পথিমধ্যে সিংবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়েন। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close