খেলাধুলা

মেসির গোলে টিকে রইল আর্জেন্টিনা

কোপা আমেরিকার শুরুটা আর্জেন্টিনার মোটেও ভাল হয়নি। প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারায় ফিরতে ব্যর্থ আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নরা। তবে লিওনেল মেসির একমাত্র গোলে প্যারাগুয়ের বিপক্ষে হার এড়াল লিওনেল স্কালোনির দল।

বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

এথম ম্যাচের মতো অতটা বাজে না হলেও প্যারাগুয়ের বিপক্ষে আলবেসিলেস্তেদের সেই ছন্নছাড়া খেলা ম্যাচের শুরু থেকেই। নিজেদের অধিনে নেই মিডফিল্ড তাই তো মিডে ৪ জনকে নিয়ে শুরু। ফরোয়ার্ডে মেসি আর লুটারাও মার্টিনেজ। গেল ম্যাচ থেকে বাদ পড়েছেন ডি মারিয়া আর সার্জিও আগুয়েরো।

দল বদলালেও ভাগ্য বদলাতে পারছেন লিওনেল স্কালোনির দল। ম্যাচের ৩৭ মিনিটেই প্রথম গোল হজম করে বসে তারা। এরপরেও প্যারাগুয়ের আক্রমণ থেমে থাকেনি। মেসিদের কোণঠাসা করেই রেখেছিল পুরো ম্যাচে।

তবে ম্যাচের ৫৭ মিনিটে প্যারাগুয়ের ফুলব্যাক ইভান পিরিসের ডি বক্সে করা হ্যান্ডবল ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসি আর বল জালে জড়াতে ভুল করেননি। ৫৭ মিনিটে সমতায় ফিরলো আর্জেন্টিনা। এ নিয়ে দেশের হয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার সংখ্যা দাঁড়ালো ৬৮টিতে।

মেসিরা সমতায় ফেরার ঠিক পাঁচ মিনিট পরে ডি বক্সের ভেতরে গঞ্জালেজকে মারাত্মক ফাউল করে ওটামেন্ডি। আর তা চোখ এড়ায়নি রেফারির চোখ। তবে নাটকের তখনও বাকি। ম্যাচে আরও একবার এগিয়ে যাওয়ার সম্ভবনা প্যারাগুয়ের সামনে।

তবে এবার ডেরিলিস গঞ্জালেজ এবার বনে গেলেন প্যারাগুয়ের ভিলেন আর আর্জেন্টিনাকে এ যাত্রায় বাঁচিয়ে দিলেন গোলকিপার ফ্র্যাঙ্কো আরমানি। ঠেকিয়ে দিলেন গঞ্জালেজের নেওয়া পেনাল্টি। আর এতেই হার এড়িয়েছে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

সাও পাওলোয় দিনের প্রথম ম্যাচে দুভান সাপাতার একমাত্র গোলে কাতারকে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারানো কলম্বিয়া দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে।

দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্যারাগুয়ে। কাতার ও আর্জেন্টিনার পয়েন্ট সমান ১ করে, তবে গোল ব্যবধানে পিছিয়ে সবার নিচে আছে মেসিরা।

পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় আগামী রোববার রাত ১টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা দুই তৃতীয় স্থানের দলও কোয়ার্টার-ফাইনালে উঠবে। তাই শেষ ম্যাচ জিতলে শেষ আটে যাওয়ার ভালো সম্ভাবনা আছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close