রাজনীতি
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়া নামের একটি প্রিন্ট পত্রিকায় গত ১৯ অক্টোবর ও ২৬ অক্টোবর ‘তদবির বাণিজ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পিয়ন ইকবাল প্রায় ১০০ কোটি টাকার মালিক’ ও ‘চাকরি দেওয়ার নামে স্ট্যাম্পে চুক্তি, চেকের মাধ্যমে টাকা গ্রহণ’ শিরোনামে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত ইকবালের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি, ঘুষ ও তদবির বাণিজ্যসহ কথিত বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের বিষয়ে ভুক্তভোগী ইকবাল হোসেন বলেন, সংবাদে উল্লেখিত তথ্যের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে এ সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ না পেয়ে মনগড়া বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে।
পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদক অপেশাদার, সাংবাদিকতার নীতিনৈতিকতা অমান্য করে মনগড়ায় এ সকল অভিযোগ প্রকাশের নেপথ্যে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এই ঘটনায় ডেমরা থানায় ডায়েরি করা হয়েছে। বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করা হবে।
সাপ্তাহিক বিশ্ব মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনটিতে ভুল ও মনগড়া তথ্য প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


