
স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শাখাসমূহের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী এক তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে। (১৩ সেপ্টেম্বর) শনিবার সকাল সাড়ে ৯টা থেকে জেলা শহরের হোটেল শেরাটনে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল আহাদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথির আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা পেশ করেন জেলা শাখার সহ সভাপতি মো. মজিবুর রহমান। দারসে কুরআন পেশ করেন জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন।
কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন খান, আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল, শামীম আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকার, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আহমদ ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ, জেলা নির্বাহী সদস্য এস এম হাফিজুর রহমান, মাওলানা ওয়ালীউল্লাহ্ বশির, মাওলানা মাহতাব উদ্দিন।
শাখা দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক আতাউর রহমান শাহান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ্, সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, বাজিতপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা শামছুজ্জামান পরশ, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুফতি শফিকুল ইসলাম খান, ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম রিয়াজী, কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সায়দুর রহমান প্রমুখ।