কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে হাওর টাইমস’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:

কিশোরগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হাওর টাইমস’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে (১২ জুলাই) শনিবার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ প্রে সক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন হাওর টাইমস সম্পাদক ও প্রকাশক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ভিপি সাইফুল ইসলাম সুমন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্।

এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কটিয়াদী প্রেস ক্লাবের সভাপতি মো. ফজলুল হক জোয়ারদার আলমগীর, কালের নতুন সংবাদ সম্পাদক মো. খাইরুল ইসলাম, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধ আবু জাফর মো. সালেহ বাবুল, দৈনিক আজকের দর্পনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে হাওর টাইমস পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও হাওর টাইমসের চারজন প্রতিনিধিকে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ স্মমমাননা স্বারক প্রদান করা হয়েছে। তারা হলেন হাওর টাইমস’র বিশেষ প্রতিনিধি ফরিদ রায়হান, স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, নিজস্ব প্রতিনিধ হাবিবুর রহমান বিপ্লব, ভৈরব প্রতিনিধ এম আর রুবেল। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close