সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কে.সি. নীট লিমিটেডে ভয়াবহ আগুন

সিদ্ধিরগঞ্জে অবস্থিত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান কে.সি. নীট লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভোর ৩টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ও আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ৪টা ২০ মিনিটে সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়।

সিনিয়র স্টেশন অফিসার মো. নূরুল আলম দুলাল জানান, ঘটনাস্থলে পৌঁছেই আমরা দেখি ভবনের ৪ তলায় কাটুনে আগুন জ্বলছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ৪তলায় রাখা কাটুনে আগুনের সূত্রপাত ঘটে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় আনুমানিক ৩০ হাজার টাকার মালামাল পুড়ে যায়, তবে সময়োচিত উদ্ধার অভিযানে প্রায় ১ কোটি টাকার সম্পদ রক্ষা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট তিনটি ইউনিটের সম্মিলিত চেষ্টায় অগ্নিকাণ্ডটি মাত্র ২২ মিনিটে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত চলমান থাকায় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close