নারায়ণগঞ্জ

শামীম ওসমান ফতুল্লার মানুষকে সিটি কর্পোরেশনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে: জব্বার

হানগরী জামায়াতের আমির মুহাম্মদ আবদুল জব্বার বলেন, ‘সরকার ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শামীম ওসমানের কারণ এটা হয়নি। শামীম ওসমান ফতুল্লার মানুষকে সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। ফতুল্লাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে কোন মেডিকেল কলেজ নেই। উচ্চশিক্ষা এবং চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের দ্রুত সময়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। বিগত দিনের সন্ত্রাসীরা দিনের ভোট রাতে দিয়ে আমাদের ঘাড়ের উপর নেতা সেজে বসে ছিল। এখন এবং পরবর্তী সময় আমরা এমন কোন ডাকাত জুলুমবাজ সন্ত্রাসীকে ভোট ডাকাতি করে আমাদের ঘাড়ে বসতে দিতে চাইনা।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফতুল্লার ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে, নারায়ণনগঞ্জ জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীদের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় কিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসী শামীম ওসমান. সেলিম ওসমানের মত কেউকে গ্রেফতার হতে এখনো দেখিনি। অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সাত খুনের সাথে যারা জড়িত এমন অনেকেই এখনো গ্রেফতার হয়নি, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচারে ঘোষিত রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। ত্বকী হত্যার বিচার দ্রুত কার্যকর করতে হবে।’

জনসভায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণ আমির নূরুল ইসলাম বুলবুল, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার, নারায়ণগণ্য জেলা শিবিরের সভাপতি আবু সুফিয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close