জাতীয়

রাষ্ট্রপতি পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট তৈরি করবে: বিএনপি

রাষ্ট্রপতি পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট তৈরি করবে বলে মনে করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বললেন, সাংবিধানিক শূন্যতা চায় না বিএনপি। দলের নেতারা বলছেন, নতুন সংকটে দেশ। নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়া রাষ্ট্র পরিচালনা অসম্ভব হয়ে পড়বে।

রাষ্ট্রপতির অপসারণ নিয়ে যখন চারদিকে আলোচনা। তখন বিএনপির অবস্থান ব্যখ্যা করলেন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বললেন, সাংবিধানিক ও সরকার কেন্দ্রিক সংকট যাতে তৈরি না হয়, সে জন্য ঐক্যবদ্ধ থাকা জরুরি।

অপর এক আলোচনায়, নির্বাচনের তারিখ ঘোষণার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার কথা বলেছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রাজনৈতিক ও সাংবিধানিক শুন্যতা রোধে আলোচনার বিকল্প দেখছেন না বিএনপি নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close