জাতীয়
গরম কমা নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস
সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আরও কিছুদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে সারা দেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে।
আবহাওয়া অধিদফতর বলছে, সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এসময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
তারা আরও বলছে, আগামী দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। তখন সারা দেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দেশে সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো নেত্রকোনায়। এদিন ঢাকায় তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুই মাসে সর্বোচ্চ।