জাতীয়
স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ বাসায় ফিরবেন বেগম খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাসায় ফিরবেন আজ। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বসুন্ধরা এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন তিনি
জানা যায়, শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া তার গুলশান-২ নম্বরের বাসভবন ফিরোজায় ফিরবেন। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে গত ১১ সেপ্টেম্বর মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।