জাতীয়

অর্থ আত্মসাৎ: ড. ইউনূসসহ ১৪ জনের সাক্ষ্যগ্রহণ পেছালো

আদালতে দু’পক্ষের আইনজীবীদের প্রায় ঘণ্টাব্যাপী চলা তর্ক-বির্তকের পর  প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলায় পিছিয়ে গেল সাক্ষ্যগ্রহণ। পরে আদালত আগামী ৫ই আগস্ট মামলার পরবতী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

এদিনও আদালতের ভিতর থাকা লোহার খাঁচা নিয়ে কথা বলেন ইউনূস। তিনি একে মানবতার অপমান বলে উল্লেখ করে বলেন, আদালতে খাচার ভিতর ঢুকানো জাতীর প্রতি অপমান। এসময় তিনি প্রতিহিংসা বা রাজনীতির শিকার কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কিছু একটার শিকার তিনি।

এদিন সকাল ১১ টায় আদালতে আসেন ড. ইউনূস। এরপর প্রায় ঘন্টাখানের দুপক্ষের বাদানুবাদের পর ঢাকার বিশেষ জজ- ৪ এর বিচারক মোঃ রবিউল আলমের আদালতে এই সাক্ষ্য গ্রহণের তারিখ নিধারণ হয়। আজ সাক্ষ্যগ্রহণের তারিখ থাকলেও এর আগে ড. ইউনুস সাক্ষ্যগ্রহণের তারিখ পিছানোর আবেদন প্রেক্ষিতে শুনানির দিন পেছায় আদালত।

গত ১২ জুন ড. ইউনুসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে, আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন বিচারক। এর আগে গত ২রা এপ্রিল ঢাকার সিনিয়র বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন দুদকের দেয়া চার্জশীট আমলে নিয়ে মামলাটি বিশেষ জজ আদালত-৪ এ বদলী করেন।

চলতি বছরের ৩০ জানুয়ারি ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক। আর গত বছরের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে একই আদালতে গত ৩রা মার্চ ডক্টর ইউনূসসহ সাত আসামি আত্মসমর্পণ করে জামিন নেয়।া র্ড. ইউনূসসহ ১৪ জনের সাক্ষ্যগ্রহণ পেছালো

আদালতে দু’পক্ষের আইনজীবীদের প্রায় ঘণ্টাব্যাপী চলা তর্ক-বির্তকের পর  প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলায় পিছিয়ে গেল সাক্ষ্যগ্রহণ। পরে আদালত আগামী ৫ই আগস্ট মামলার পরবতী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

এদিনও আদালতের ভিতর থাকা লোহার খাঁচা নিয়ে কথা বলেন ইউনূস। তিনি একে মানবতার অপমান বলে উল্লেখ করে বলেন, আদালতে খাচার ভিতর ঢুকানো জাতীর প্রতি অপমান। এসময় তিনি প্রতিহিংসা বা রাজনীতির শিকার কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কিছু একটার শিকার তিনি।

এদিন সকাল ১১ টায় আদালতে আসেন ড. ইউনূস। এরপর প্রায় ঘন্টাখানের দুপক্ষের বাদানুবাদের পর ঢাকার বিশেষ জজ- ৪ এর বিচারক মোঃ রবিউল আলমের আদালতে এই সাক্ষ্য গ্রহণের তারিখ নিধারণ হয়। আজ সাক্ষ্যগ্রহণের তারিখ থাকলেও এর আগে ড. ইউনুস সাক্ষ্যগ্রহণের তারিখ পিছানোর আবেদন প্রেক্ষিতে শুনানির দিন পেছায় আদালত।

গত ১২ জুন ড. ইউনুসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে, আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন বিচারক। এর আগে গত ২রা এপ্রিল ঢাকার সিনিয়র বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন দুদকের দেয়া চার্জশীট আমলে নিয়ে মামলাটি বিশেষ জজ আদালত-৪ এ বদলী করেন।

চলতি বছরের ৩০ জানুয়ারি ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক। আর গত বছরের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে একই আদালতে গত ৩রা মার্চ ডক্টর ইউনূসসহ সাত আসামি আত্মসমর্পণ করে জামিন নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close