জাতীয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ছাত্র মজলিসের

বিবৃতি
১১ জুলাই ২০২৪
বিজয়নগর, ঢাকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ চরম ধৃষ্টতা দেখিয়েছে —–ইসলামী ছাত্র মজলিস

আজ ১১ জুলাই ২০২৪ দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আন্দোলনের অংশ হিসেবে মিছিল ও বাংলা ব্লকড কর্মসূচির আয়োজন করে কুবির সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা সৃষ্টি করে এবং পুলিশী হামলার ফলে দুই সাংবাদিক-সহ আহত হন অন্তত ১০ জন সাধারণ শিক্ষার্থী।

এমন হামলা দেশের সকল শিক্ষার্থীদের আহত করেছে বলে মন্তব্য করেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী। এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয়, ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারী পুলিশদের দ্রুত সময়ের মাঝেই শাস্তির আওতায় নিয়ে আসার আহ্বান জানান প্রশাসনের কাছে।

নেতৃদ্বয় বিবৃতিতে আরও বলেন, যদি শিক্ষার্থীদের উপর হামলার সুষ্ঠু সুরাহা না হয়, এদেশের বৃহত্তর ছাত্র সমাজ ঘরে বসে থাকবে না। তাই তাঁরা প্রশাসনের শুভ বোধদয় কামনা করেন। নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, ইসলামী ছাত্র মজলিস এদেশের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক যেকোনো আন্দোলনে সবসময়ই পাশে রয়েছে এবং থাকবে। সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি কোটা সংস্কারের মাধ্যমে মেধাবীদের কর্মক্ষেত্রে মেধার ভিত্তিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করার প্রতি-ও সরকারের কাছে বিশেষ আহ্বান জানান নেতৃদ্বয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close