নির্বাচনী হালচালসারাদেশ

তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন ১৬ প্রার্থী

এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি: আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

কিশোরগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চেয়ারম্যান পদে দু’জন এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন করে প্রার্থী প্রতীক পান।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাপা নেতা মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন- লাঙ্গল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী- মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন সাতজন। এরমধ্যে- সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম খান- চশমা, বর্তমান ভাইস চেয়ারম্যান নাজমুল আকন্দ- টিওবয়েল, মো. শাহ আলম সিদ্দিকী- তালা, সামরুজ্জামান- মাইক, গোলাপ মিয়া- উড়োজাহাজ, মো. সাইফুল ইসলাম উজ্জল ভুইয়া- টিয়াপাখী ও দিলোয়ার হোসেন আলো- বৈদ্যুতিক বাল্ব প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদেও লড়ছেন সাতজন প্রার্থী।

তাদের মধ্যে- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা- সেলাই মেশিন, আইতুন্নেছা- প্রজাপতি, খাদিজা হোসাইন আশা- হাঁস, খাদিজা আক্তার লাকী- ফুটবল, বেগম আক্তার- পাখা, মোছা. বিলকিস আক্তার- কলস ও হুসনে আরা- পদ্মফুল প্রতীক পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close