যুক্তরাষ্ট্রের কাছে কিছু না পেয়ে বিএনপি এখন চুপ, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেতাদের গলার জোর একটু কমে গেলেও আরো উগ্ৰ হয়ে উঠেছে মুখের বিষ। ব্যর্থতায় বেসামাল বিএনপি এখন বেপরোয়া। সারা পৃথিবীতেই অর্থ সঙ্কট। তাই ঋণ আগের তুলনায় বাড়তে পারে। তবে বাংলাদেশ ঋণ খেলাপি হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
কাদের বলেন, জনগণ সারা দুনিয়ার খবর রাখে, তাই দ্রব্যমূল্য ইস্যুতে কোন প্ররোচনায় পা দেবে না বলেও আশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।