জাতীয়রাজনীতি

বুধবার থেকে আবারো বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ১৫ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত আরেক দফা সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। গত ১৫ দিনে এটি বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ হতে যাচ্ছে।

নতুন ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সড়ক-রেল-নৌপথে সর্বাত্মক অবরোধ চলবে।

এদিকে, সোমবার বিএনপির ডাকা চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন চলছে। বিকেল পর্যন্ত রাজধানী ঢাকার কোথাও কোন সংঘাতের খবর পাওয়া যায়নি। এদিন যান চলাচলও বেশ স্বাভাবিক ছিল বলে জানা যাচ্ছে।

সারা দেশে বিভাগীয় শহরগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, অবরোধের দ্বিতীয় দিনে সেখানে তেমন কোন কার্যক্রম দেখা যায়নি। দুয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীদের ঝটিকা মিছিল ছাড়া আর কোন তৎপরতা দেখা যায়নি।

তবে সংবাদদাতারা জানাচ্ছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভাগীয় শহরগুলোরে বিভিন্ন স্থানে উপস্থিতি দেখা গেছে। সেই সাথে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

গত ২৮শে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close