
স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন ইসলামী সংগঠন ও ইমাম উলামা পরিষদের উদ্যোগে (১৩ অক্টোবর) শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা।
তালজাঙ্গা খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তালজাঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খেলার মাঠে গিয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ইউনিয়ন ইসলামী সংগঠনের সভাপতি মাওলানা মোবারক হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।
ইসলামী সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ সাদেকের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন ইসলামী সংগঠনের নেতা মাওলানা আবদুল হান্নান, ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আসাদুল্লাহ্, সাধারণ সম্পাদক মুফতি সোহাইল আহমদ, ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাস্টার আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাফেজ আসাদুল্লাহ্ সাদ্দাম, ইসলামী আন্দোলন নেতা মাওলানা আমিনুল ইসলাম আকুবপুরী, মাওলানা শহীদুল্লাহ্ প্রমুখ।