বরিশাল বিভাগরাজনীতি

ঢাকায় গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

আজ ২৯ জুলাই সন্ধ্যা ৬:৩০ মিনিটে ঢাকায় গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে  হামলা ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলটি আশ্বিনী কুমার হল চত্বরে শুরু হয়ে চকবাজার, কাঠপট্টি রোড প্রদক্ষিণ করে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চ বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, ভাসানী অনুসারী পরিষদ জেলা সদস্য আব্দুল মান্নান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা নির্বাহী সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সভাপতি জাবের মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আজ ঢাকায় গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ন্যাক্কারজনক হামলা করেছে। কর্মসূচি চলাকলে গনতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, সদস্য ডা: মো: ইউসুফ, নাগরিক ঐক্য’র সদস্য  আব্দুর রাজ্জাককে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়।  পুলিশী হামলায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও ছাত্রনেতা রাইদুল ইসলাম সাকিব সহ অনেকে আহত হয়। হামলার সময় আশেপাশে সরকার দলীয় গুন্ডা বাহিনী দেশিয় অস্ত্রসহ মহড়া দিচ্ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছন। তারা বিরোধী দলের সকল কর্মসূচিতে ভয় পায়। তারা দলীয় গুন্ডা বাহিনী ও পুলিশ দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম  করেছে। জনগনকে ভয় দেখিয়ে অবৈধ ক্ষমতা আর  টিকিয়ে রাখা যাবে না। সারাদেশে সরকার পতনের আন্দোলন দানা বেধে ওঠেছে। স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যূত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close