জাতীয়রাজনীতি

শেখ হাসিনাকে জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে: রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের শক্তির কাছে মাথানত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেওয়ার উদ্দেশে মতিঝিলের ওয়াপদা ভবনে যান এবং স্মারকলিপি প্রদান করেন।

তিনি বলেন, ‘আজকে সরকারের পতন অত্যাসন্ন। এই বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্ল্যান্ট তার মধ্যে শুধু মাত্র ৪৯টি কোনো রকম চালু আছে। বাকি ১০৪টি প্রায় বন্ধ। এক এমপি বলেছিলেন ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে, সেই ফেরির বিদ্যুৎ কোথায় গেল?

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনি দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, মত প্রকাশের স্বাধীনতা ফেরি করে বিক্রি করেছেন অন্যের কাছে। জনগণেরর অধিকারকে কারাবন্দি করেছেন, গোটা দেশকে আপনি বন্দিশালা বানিয়েছেন। এসব কিছুর অবসানের জন্য জাতীয়তাবাদী সকল গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যে দুর্জয় সাহস নিয়ে আজকে কর্মসূচি পালন করছেন, এই কর্মসূচি থেমে থাকবে না। আমাদের এই কর্মসূচির লক্ষ্য দুঃশাসনের অবসান করা, কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো।’

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দীন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close