জাতীয়রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা মামুন মাহমু‌দের পিএস, ড্রাইভারসহ ৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যক্তিগত সহকারী, গাড়ী চালক, দেহরক্ষীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৭টায় চিটাগাংরোড হক সুপার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, ব্যক্তিগত সহকারী মো. দিদার মহসিন, গাড়ী চালক জুয়েল আহম্মেদ ও দেহরক্ষী মো. লিটন।

এ বিষয়ে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা কিংবা জিডিও ছিল না। ওরা দলীয় কোন পদেও নেই। নিরীহ এসব ব্যক্তিগত স্টাফদের এভাবে গ্রেপ্তার খুবই দুঃখজনক বলে দাবি করে মামুন মাহমুদ তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশিষ কুন্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close