জাতীয়রাজনীতি

ক্ষমতা কুক্ষিগত রাখতে রাষ্ট্রের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে বিদেশি হস্তক্ষেপ চাওয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল

বিবৃতিঃ আজ ১৯ আগস্ট ২০২২ গণতন্ত্র মঞ্চের পক্ষে
গণসংহতি আন্দোলনের  প্রধান সমন্বয়কারী  জোনায়েদ সাকি গণমাধ্যমে এক বার্তায় গতকাল চট্ররগ্রামে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের ভারতের সাহায্য চেয়ে দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধ ক্ষমতা কুক্ষিগত রাখতে রাষ্ট্রের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে বিদেশি হস্তক্ষেপ চাওয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল।
যদিও ২০১৪ সালের আগেই বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ভারত সরকারের খোলাখুলি ভূমিকা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো এই অভিযোগ করে আসছে। কিন্তু এতদিন ধরে আওয়ামী লীগ সরকার মুখে এগুলো অস্বীকার করলেও এখন জনরোষে ক্ষমতা হারানোর ভয়ে নিজেদের আসল চেহারা উন্মোচন করে দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কোনো তাৎক্ষণিক মন্তব্য নয়। পুরো বক্তব্য সুচিন্তিতভাবেই তিনি বলেছেন এবং এটা যে সরকারের অবস্থানকে প্রতিফলিত করেছে তাতে কোন সন্দেহ নেই। এই বক্তব্য সুস্পষ্টভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী এবং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে রাষ্ট্রের স্বার্থ বিকিয়ে দেয়ার নামান্তর।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে নিরাপদ নয় এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আজকে সেটা নতুন করে মানুষের সামনে সরকার নিজেই প্রমাণ দিলো।
নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে অন্য কোন শক্তি নয়।
গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বাংলাদেশে একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র বিনির্মাণ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য গণজাগরণ ও গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদি সরকারকে পতনের লক্ষ্যে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close