ধর্মরাজনীতিসারাদেশ

তাড়াইলে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা শারমিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবদুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মো. নুরুল আলম।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেয মাওলানা ফরিদ উদ্দিন। এসময় তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, দারুল কুরআন মাদরাসার পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহ্, দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল কাশেমসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close