অপরাধআইন ও অধিকারআন্তর্জাতিকরাজনীতি

ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত

অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরে সোমবার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনা ও পুলিশ বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে তিনি নিহত হন।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনীর বন্দুক হামলার শিকার হওয়ার পর জেনিন সরকারি হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্র তার নাম ধিরার রিয়াদ আল-কাফরিনি বলে জানায়।
গত মার্চ থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫৫ ফিলিস্তিনি নাগরিক নিহত হন। এদের অধিকাংশ পশ্চিম তীরের।
একই সময়ে প্রধানত ফিলিস্তিনি নাগরিকদের হামলায় ১৯ জন নিহত হন। এদের অধিকাংশ ইসরাইলি বেসামরিক নাগরিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close