আন্তর্জাতিকরাজনীতি

পাকিস্তানে ইমরান খানের শরিক দল এমকিউএম-পি বিরোধী জোটে যোগ দিয়েছে

পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জোট ছেড়েছে। বুধবার (৩০ মার্চ) মুত্তাহিদা ক্বওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। এক সংবাদসম্মেলনে দলটি জানিয়েছে, ক্ষমতাসীন জোট ছেড়ে বিরোধী জোটে যোগ দিয়েছে তারা। পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবেও ভোট দেবেন দলটির সদস্যরা। এর ফলে আগামী মাসে অনুষ্ঠিতব্য অনাস্থা ভোটে ইমরান খানের পতন অনেকটাই নিশ্চিত হয়ে গেল।

বুধবার ইসলামাবাদে এক সংবাদসম্মেলনে এমকিউএম-পি’র আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকী বিরোধী জোটের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দেন।

সংবাদসম্মেলনে তিনি বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে একজোট হয়েছি। এটি এমন একটি পরীক্ষা যাতে পাকিস্তানের জাতীয় নেতৃত্বকে কৃতকার্য হতে হবে। তিনি বলেন, আজ সাধারণ মানুষের ইচ্ছা পূরণ হয়েছে। আমি আশা করি এবার আমরা এমন একটি গণতন্ত্রের জন্য কাজ করতে পারি—যার প্রভাব পাকিস্তানের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।

এমকিউএম-পি ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক। গত ৮ মার্চ জাতীয় পরিষদে বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশ করার পর থেকে এতদিন দলটি নিরপেক্ষ অবস্থানে ছিল। তবে বুধবার দলটি পক্ষ বেছে নেওয়ায় আগামী ৩-৪ এপ্রিল অনাস্থা ভোটে বিরোধীরা বড় জয় পাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বুধবার মকবুলের ঘোষণার পর জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা শাহবাজ শরীফ বলেছেন, আজ পাকিস্তানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ বিরোধী দলগুলো একত্রিত হয়েছে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close