আন্তর্জাতিকরাজনীতি

উত্তর কোরিয়া সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে- জাপানের কোস্টগার্ড

এর আগে গত সপ্তাহে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। চলতি মাসে তারা মোট সাতটি পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ৫ ও ১১ জানুয়ারিতে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক ছিল বলে জানিয়েছে দেশটি।

এক মাসে উত্তর কোরিয়ার বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনাগুলোর একটি এটি। এর আগে সবশেষ ২০১৯ সালে এক মাসে সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল দেশটি। দেশটির নেতা কিম জং–উনের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আলোচনা ভেস্তে যাওয়ার পর তখন অনেকগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।

২০১৭ সাল থেকে আন্ত–উপমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা স্থগিত রেখেছিল উত্তর কোরিয়া। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্য শীর্ষ নেতাদের সঙ্গে তিনটি উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠককে কেন্দ্র করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ রেখেছিল তারা।

তবে চলতি মাসে উত্তর কোরীয় সরকার আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করার ইঙ্গিত দেয়। এ জন্য যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতিমালাকে দায়ী করে দেশটি।

এমন সময়ে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে, যখন কিনা আঞ্চলিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে। কিমের ঘনিষ্ঠ মিত্র চীনে আগামী মাসে উইন্টার অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা। মার্চে দক্ষিণ কোরিয়ায় হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আর ফেব্রুয়ারিতে প্রয়াত নেতা কিম জং–ইলের ৮০তম জন্মবার্ষিকী এবং এপ্রিলে দেশের প্রতিষ্ঠাতা কিম ইল–সাংয়ের ১১০তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং করোনাজনিত স্ব–আরোপিত অবরোধকে কেন্দ্র করে অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে আছে উত্তর কোরিয়া। দ্রব্যমূল্যবৃদ্ধি ও ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়তে থাকার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সম্প্রতি পিয়ংইয়ং প্রতিবেশী চীনের সঙ্গে নতুন করে আন্তসীমান্ত বাণিজ্য শুরু করেছে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞার একটি উদ্যোগ ঠেকিয়ে দিয়েছে চীন ও রাশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close