জাতীয়রাজনীতি

জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে: ওবায়দুল কাদের

জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে ষড়যন্ত্রের রাজনীতি ভুলে নির্বাচনমুখী হওয়ার আহবান জানান তিনি।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতা বিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি। সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে। বিএনপির কথা ও কাজে মিল নেই। ডাবল স্ট্যান্ডার্ড নীতিই তাদের রাজনীতির অন্যতম প্রধান বাধা।

ওবায়দুল কাদের আরও বলেন, অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের ওপর চাপানো বিএনপির স্বভাব বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close