নির্বাচনী হালচাল

ইউপি নির্বাচনকে সামনে রেখে তাড়াইল থানা পুলিশের আগাম মহড়া

এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি: দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষার্থে কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ আগাম সতর্কতামূলক মহড়া শুরু করেছে। তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন সরকারের নেতৃত্বে আগামী ইউপি নির্বাচনে উপজেলায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সাধারণ জনগণকে জানান দিতে পুলিশ প্রশাসনের আগাম সতর্কতামূলক মোটরসাইকেল মহড়া শুক্রবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে তাড়াইল থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

তাড়াইল থানার উপ-পরিদর্শক মন্টু চন্দ্র পালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সতর্কতামূলক মোটরসাইকেল মহড়ায় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, উপ-পরিদর্শক মো.আশরাফুল আলম তালুকদার, উপ-পরিদর্শক সুকান্ত রায়, এএসআই অরুণ কৃষ্ণ দাসসহ তাড়াইল থানায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন সরকার বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ১১নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাড়াইল উপজেলার ৭টি ইউপিতে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ জনগণকে জানান দিতে পুলিশ প্রশাসনের আগাম সতর্কতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭টি ইউপিতেই অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দিতে তাড়াইল থানা পুলিশ প্রশাসনের সর্বাত্বক চেষ্টা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close