নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা, মাইকিং ও প্রচারপত্র বিলি

“মা ইলিশ রক্ষা পেলে, বার মাস ইলিশ মেলে” এই প্রতিপাদ্য সামনে রেখে ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর-২০২২ পর্যন্ত ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখতে গত ১ সপ্তাহ ধরে সচেতনতামূলক সভা, মাইকিং ও প্রচারপত্র বিলি করেছে নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা আয়নাল হক জানান, জেলা ও উপজেলার বিভিন্ন মাছ বাজারে এ সভা, মাইকিং ও সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয় ।

সচেতনতামূলক প্রচারপত্রে উল্লেখ করা হয়, এ ২২ দিন নদী, নদীর মোহনা ও সাগরে ইলিশসহ সকল মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। 

এ আইন অমান্যকারিকে কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্তে দন্ডিত করা হবে। এছাড়াও ইলিশ সম্পদ রক্ষার স্বার্থে সকলকে সহযোগিতার জন্য অনুরোধ জানিয়ে মা ইলিশকে ২২দিন ডিম ছাড়ার সুযোগ ও ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করার আহবান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close