সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে বহুতল ভবন

সিদ্ধিরগঞ্জে ৬ তলা বিশিষ্ট ৩৬ বছরের পুরোনো বহুতল ভবন হেলে পড়েছে। ভবনটির নাম বিশ্বাস মঞ্জিল, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় ৭ নং রোডের ১২ নং বাড়ী এটি। সোমবার (৬ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬ তলা বিশিষ্ট ভবনটি পাশের অপর একটি ভবন চৌধুরী ভিলার সাথে আটকে আছে। এতে করে দুই ভবনের ভাড়াটিয়ারা আতঙ্কে রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির মালিকের নাম মো. মহিউদ্দীন বিশ্বাস। ভবনটি নির্মাণকালীন সময়ে কোনো পাইলিং করা হয়নি। ভবন মালিক মহিউদ্দীন বিশ্বাস একজন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা। বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন তিনি। তার অবর্তমানে বাড়ির দেখাশোনার দায়িত্ব পালন করছেন লিটন মিয়া।

ভবনের দায়িত্বে থাকা লিটন মিয়া জানান, ৫ বছর যাবত তিনি এ ভবনটির দায়িত্বে রয়েছেন। তার মালিক আমেরিকান প্রবাসী। বিল্ডিং হেলে পড়ার বিষয়টি মালিককে জানিয়েছেন সে। বাড়ি কিভাবে হেলে এ ব্যাপারে তিনি কিছু জানেন না। ভবনে ভাড়াটিয়াদের কিছু অংশ চলে গিয়েছেন। অতি শিঘ্রই অন্যরাও চলে যাবেন।

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো: হাবিবুল্লাহ বলেন, বাড়িটি ঝুকিপূর্ণ হওয়ায় সকল ভাড়াটিয়াদের উদ্দেশ্যে ৫ মে আমরা এক নোটিশ পাঠিছি। ভবনটি অনিরাপদ হওয়ায় ভাড়াটিয়াদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া বলেন, আমরা খবর পেয়ে ভবন পরিদর্শন করে এসেছি। আমরা সেখানে বিল্ডিং ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে এমন কোন আলামত পাই নি। আমরা ভবন কর্তৃপক্ষকে এ ব্যাপারে সিটি কর্পোরেশনকে জানানোর কথা বলেছি। পরবর্তীতে ভবন কলাপ্স হলে আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করবো।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক বলেন, আমরা ভবনটি পরিদর্শন করেছি। সেখানে যারা ভাড়াটিয়া আছেন তাদের অন্যত্র সরে যাওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ভবন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close