চট্টগ্রাম বিভাগরাজনীতি

চাঁদপুরের নৌকার মনোনয়ন থেকে বাদ পড়লেন ম খা আলমগীর

চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে দুটি আসনে পরিবর্তন এনে নৌকার মনোনয়ন চূড়ান্ত করে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এমপির পরিবর্তে এবার নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) বর্তমান এমপি নুরুল আমিন রুহুলের পরিবর্তে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ছিলেন।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পুনরায় মনোনয়ন পেয়েছেন। এ আসনে এবার আলোচনায় ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনেও অপরিবর্তিত হিসেবে বর্তমান সংসদ সদস্য সাংবাদিক  শফিকুর রহমানই দলীয় মনোনয়ন পেয়েছেন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) অপরিবর্তিত হিসেবে বর্তমান সংসদ সদস্য  মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন।

এদিকে মনোনয়ন ঘোষণার পর পরই জেলার পাঁচটি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের কর্মী ও সমর্থকরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close