জাতীয়রাজনীতি

আমেরিকার কাছে কিছু না পেয়ে বিএনপি এখন চুপ: ওবায়দুল কাদের

যুক্তরাষ্ট্রের কাছে কিছু না পেয়ে বিএনপি এখন চুপ, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে  সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়েছিলো যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিবে। কিন্তু ওয়াশিংটন দু’দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছে। তাই আশাহত হয়ে বিএনপি এখন চুপ থাকার কৌশল নিয়েছে। কাদের জানান, আওয়ামী লীগ বিদেশে বন্ধুর সাথে বন্ধুত্ব চায়। কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভুর ভূমিকায় আসতে চায় তাদের দাসত্ব মেনে নেয়া হবে না।

তিনি বলেন, বিএনপি নেতাদের গলার জোর একটু কমে গেলেও আরো উগ্ৰ হয়ে উঠেছে মুখের বিষ। ব্যর্থতায় বেসামাল বিএনপি এখন বেপরোয়া। সারা পৃথিবীতেই অর্থ সঙ্কট। তাই ঋণ আগের তুলনায় বাড়তে পারে। তবে বাংলাদেশ ঋণ খেলাপি হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

কাদের বলেন, জনগণ সারা দুনিয়ার খবর রাখে, তাই দ্রব্যমূল্য ইস্যুতে কোন প্ররোচনায় পা দেবে না বলেও আশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close