স্বাস্থ্য বার্তা

Save mother & child স্লোগানে আরদ্ধ এর কার্যক্রম

প্রেস বিজ্ঞপ্তি: সুস্থ শরীরে বিরাজ করে সুন্দর একটি মন।সুস্থ্যতাই কাম্য সকল কিছুর ঊর্ধ্বে। কিন্তু এই সুস্থতা ই যেনো মিলে না অনেকাংশে,কিছুটা অজানার কারনে কিংবা কিছুটা অসচেতনতার কারনে।বর্তমান সময়ে অপুষ্টির ভয়াবহতা দৃষ্টিগোচর হয়। এই অপুষ্টির প্রভাব বেশী লক্ষ্য করা যায় মা ও শিশুর ক্ষেত্রে। “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ “। কিন্তু যে শিশুর উপর ভর করে দাঁড়াবে জাতী সে শিশু ই যদি অপুষ্টিতে ভোগে তাহলে দেশের ভবিষ্যৎ একটি প্রশ্নবোধক চিহ্নে আটকে থাকে।

মানুষ সামাজিক জীব। সমাজে প্রতিটা মানুষের কিছু দায়িত্ব -দায়বদ্ধতা আছে। সে বিষয় গুলো আরও একটু পরিষ্কার ধারনা মিলে ২০২২ সালে দি হাঙ্গার প্রজেক্ট ও ব্রিটিশ কাউন্সিল এর লিড বাংলাদেশ  আয়োজিত একটি ট্রেনিং এ।
সেখান থেকে ট্রেনিং পাওয়ার পর আমরা একটি সামাজিক কাজ করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেই। তখন আমাদের চারপাশে মা ও শিশুর পুষ্টিগত অবস্থার বিবেচনা করে আমাদের একটি টিম যা আরদ্ধ নামে পরিচিত ” মা ও শিশুর অপুষ্টি “নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করি। এবং এই কাজে আমাদের সার্বিকভাবে সহায়তা করেন দি হাঙ্গার প্রজেক্ট ও লিড বাংলাদেশ।
আমাদের লক্ষ্য ছিলো” মা ও শিশুর অপুষ্টি সম্পর্কে সবাইকে সচেতন করা এবং পুষ্টিগত অবস্থা উন্নয়নে সহায়তা করা।

সারা বিশ্বে প্রায় ২ কোটি শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত এবং ১০ লাখের মতো শিশুর মৃত্যু হয় এসব শিশুর অধিকাংশই দক্ষিন এশিয়ার বাসিন্দা। গর্ভবতী মায়েদের অবস্থা ও খারাপ।

এই অবস্থা থেকে মা ও শিশুর জন্য নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে টিম আরদ্ধ অপুষ্টি কি,অপুষ্টির প্রভাব,অপুষ্টি কেন হয়,অপুষ্টি থেকে কিভাবে বের হওয়া যায় এসকল বিষয়ে মানুষের নিকট বার্তা পৌঁছানোর মাধ্যমে সচেতন করে। যার ফলস্বরূপ ২ টি কেস এর পজিটিভ পরিবর্তনের কথা উল্লেখ করা যায়:
কেস১ঃ সাথি নামের একজন মহিলা তার বয়স ২২ বছর। ১ বছরে তার ২ বার Miscarriage হয় এবং সে এরপর কোনো বিরতি না নিয়ে ৩য় বার গর্ভাবস্থায় আসেন।টিম আরদ্ধ যখন তার সাথে কথা বলে তখন তার শরীরের অবস্থা ছিলো বেশ খারাপ এবং সে রক্তস্বল্পতায় ভুগছিলো যা সে নিজেও জানতো না। তারপর তাকে আমরা বিষয়টি বুঝিয়ে বলি ” অপুষ্টি সম্পর্কে, একটি বাচ্চা miscarriage এর পর কতদিন বিরতি দিয়ে ২য় বার বাচ্চা নিতে হয় এবং তার রক্তস্বল্পতা এর জন্য ডায়টেশিয়ান কে দেখানো উচিত “। এবং সে এর পর ১ মাস ডায়টেশিয়ান কে দেখানোর পর তার রক্তস্বল্পতার উন্নতি হয়েছে।
কেস২ঃফাহিম নামক একটি ছেলে যার বসয় ১০ বছর এবং তার ওজন ছিলো Ideal body weight থেকে ৬ কেজি। তার পরিবার কে যখন বলি স্থুলতা ও একটি অপুষ্টি কিন্তু তার পরিবার এ বিষয়ে জানতো না। তারা জানতো রোগা-পাতলা মানেই অপুষ্টি। কিন্তু সুস্থূলতাও একটি অপুষ্টি এটা তাদের বুঝানোর পর যখন বুঝে, এরপর ফাহিম কে ডায়টেশিয়ান এর সাথে চেকাপে করায় এবং ফোলোআপে আসে, ও প্রোপার একটি ডায়েট মেনে চলে। যার ফলস্বরূপ তার শরীরে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যায়।
উপরোক্ত ঘটনা দুইটি অপুষ্টির ২টি দিক। অনেকে জানেই না অপুষ্টি কি,অপুষ্টির ধরন।এসকল বিষয় গুলোই মানুষ কে জানানোই আরদ্ধ এর কাজ।
আমরা আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা দিয়ে নিজ জায়গা থেকে মা ও শিশুর অপুষ্টি নির্মূল করতে কাজ করে যাচ্ছি। একটি দেশ তখনই উন্নত হবে যখন দেশটি হবে সুস্থ ও প্রানশক্তি পূর্ন।
Save mother & child এই motto নিয়ে আরদ্ধ র পথ চলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close