চট্টগ্রাম
চট্টগ্রামে আদর্শ মাল্টি জিমের ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রাম প্রতিনিধিঃ ২৯ ডিসেম্বর ২০২৫, আদর্শ মাল্টি জীমের ২৫ বৎসর পূর্তি উপলক্ষে ও শ্রী ওস্তাদ মনোতোষ ঘোষের সহধর্মিণীর প্রয়ানে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মো.জিয়াউদ্দিন চৌধুরী, ম্যানেজার, লংকা বাংলা ফাইনান্স পিএলসি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজউদ্দীন চৌধুরী রিপন, প্রতিষ্ঠাতা – আদর্শ জীম, মো. হেলাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক – আদর্শ জীম, মো. মোরশেদ উদ্দীন, সাবেক সহ সভাপতি-আদর্শ জীম।
এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ মাল্টি জীমের সিনিয়র সদস্যগন – মো. আনোয়ার হোসেন সবুজ, মো.সামশেদ, মো. ইব্রাহিম, মো.জনি, মো. পারভেজ, মো.রাকিব, মো. আজিম, মো.দেলোয়ার, ইমরান, সিবলু, শোয়েভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইয়াছিন আরাফাত অপু, সাধারণ সম্পাদক, আদর্শ মাল্টি জীম।
অনুষ্ঠানটি কোরাআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে ওস্তাদ মনোতোষ ঘোষের স্ত্রীর প্রয়ানে উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টটি শুরু হয়৷
পরবর্তীতে আট দলের মধ্যে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল ইব্রাহিম একাদশ এবং রানার্সআপ দল রিপন একাদশের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন।



