জেলা/উপজেলাঢাকা বিভাগনারায়ণগঞ্জবিভাগরাজনীতিসারাদেশসিদ্ধিরগঞ্জ

জাসাস নারায়ণগঞ্জে মানববন্ধন ইস্যুতে তদন্ত চাইলো কেন্দ্রীয় কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটি নারায়ণগঞ্জ মহানগর জাসাসকে একটি ব্যাখ্যা–নির্দেশ পত্র প্রদান করেছে। বুধবার (২৭ নভেম্বর ২০২৫) জারি করা জা.নভে.-২৫/০১১ নং সূত্রে এ নির্দেশ পাঠানো হয়।

পত্রে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের কিছু নেতাকর্মী মানববন্ধনে অংশ নিয়েছেন। কেন্দ্রীয় কমিটির মতে, এ কর্মসূচি সংগঠনের আদর্শ ও নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

কেনো এবং কোন সিদ্ধান্তের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এ ধরনের কর্মসূচিতে অংশ নিল—তা তদন্ত করে আগামী পাঁচ দিনের মধ্যে কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিব বরাবর লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না পাওয়া গেলে কেন্দ্রীয় জাসাস প্রয়োজনীয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে।

নির্দেশপত্রটি জাসাস কেন্দ্রীয় কমিটির দফতর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য মোঃ মিজানুর রহমান স্বাক্ষর করেন।

জাসাসের এই নির্দেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close