নারায়ণগঞ্জ সদরবিভাগরাজনীতিসারাদেশ

না’গঞ্জ সদর থানা পুলিশ কতৃক মিথ্যা মামলার প্রতিবাদে মহানগর কৃষক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা: নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের নেতৃবৃন্দের নামে নারায়নগঞ্জ সদর থানা পুলিশ কতৃক মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর ২নং রেল গেইট সংলগ্ন জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে মহানগর কৃষক দলের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন- গত ২২ নভেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানার কিছু আসাধু কর্মকর্তার অনৈতিক কার্যকলাপ ও জনবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে ওসি মহোদয়কে অবগত করে তার প্রতিবাদ করার জন্য সংবাদকর্মীদেরকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেতা-কর্মীবৃন্দ থানায় উপস্থিত হয়। সেখানে কিছু দুষ্কৃতকারী অনুপ্রবেশ করে থানায় অবস্থানরত জনৈক এস. আই. এর সাথে দুর্ব্যবহার করে। প্রাথমিক অবস্থায় কিছু ভুল বোঝা-বুঝির সৃষ্টি হলেও এখানে উপস্থিত সংবাদ কর্মীদের উপস্থিত সাক্ষ্য ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে মূল ঘটনা বেরিয়ে আসে এবং অপরাধী শনাক্ত হয়।

অভিযোগকারী এস. আই. সেটা তার অভিযোগপত্রেও উল্লেখ করেছেন। এক পর্যায়ে থানায় অবস্থানরত সকল পুলিশ কর্মকর্তা বুঝতে পারেন, আমরা নিরাপরাধ ও চক্রান্তের শিকার। কিন্তু পরবর্তীতে এ-ই ঘটনাকে কেন্দ্র করে ২৪ নভেম্বর আমাদের বিরুদ্ধে কেন একটি মিথ্যা মামলা দায়ের করা হয়, তা এখনো আমাদেরও বোধগম্য নয়। এখানে উল্লেখ যে, অভিযুক্ত ৪নং আসামী কৃষক দলের সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী মশু যিনি ও-ই সময় থানায় অনুপস্থিত ছিলেন। অথচ তাকেও ৪নং আসামী করা হয়েছে।

এ মিথ্যা মামলায় অপর আসামীরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন খান, সহ-সভাপতি সালেহ আহমেদ রনি, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, নারায়ণগঞ্জ সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও নারায়ণগঞ্জ সদর থানা কৃষক দলের সদস্য সাব্বির হোসেন। এদের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৫০ জনকে আসামী করে মিথ্যা মামলা করা হয়। যা সম্পূর্ণই অনৈতিক ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। আমরা এ-ই মিথ্যা মামলার প্রত্যাহার চাই।

নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের উদ্যোগে আয়োজিত এ-ই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ ও সহোযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ উপস্থিত হয়ে এ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এ-ই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের নিকট মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে ও-ই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close