জেলা/উপজেলাসারাদেশ

‎জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ

এডহক কমিটি গঠন

‎নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের অন্যতম শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে।

‎গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এগারো সদস্যের এ এডহক কমিটি ঘোষণা করা হয়।

‎ও-ই কমিটিতে শিক্ষক এস. এম. হাবিবুর রহমানকে আহবায়ক ও এড. শাহনেওয়াজ সিদ্দিক সুজনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ ও যুগ্ম সদস্য সচিব পদে সাব্বির আল ফাহাদ’র নাম ঘোষণা করা হয়।

‎কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- এড. কাজী রুবাইয়াত হাসান সায়েম, রাজীব হোসেন রাজু, এম. এন. সাঈদ বিপুল, পারভেজ আসিফ উৎস, তারেক উল্লাহ সজল, শিক্ষক প্রতিনিধি এম. এ. করিম ও শিক্ষক প্রতিনিধি আবুল কালাম।

‎সাবেক শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটি আলোচনা সাপেক্ষে কমিটি গঠনে সম্মতি দিয়েছেন।

‎কমিটির আহবায়ক এস. এম. হাবিবুর রহমান জানান- স্কুলের সাবেক শিক্ষার্থীদের এ বৃহৎ প্লাটফর্মে সবাইকে স্বাগত। শতবর্ষে এ স্কুল থেকে হাজার হাজার ছাত্র শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন আমাদের উচিত স্কুলের জন্য কিছু করা।

‎তিনি আরও জানান- আগামী দিনে জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় অ্যালামনাইন এসোসিয়েশন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে শক্তিশালী ভীত রচনা করবে।  যা শিক্ষার মান উন্নয়ন ও ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করবে।

‎সদস্য সচিব এড. শাহনেওয়াজ সিদ্দিক সুজন বলেন- এসোসিয়েশনে সদস্য হিসেবে সাবেক শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আহবান জানাচ্ছি। এজন্য ০১৮১৯৮৯৭২১২ ও ০১৮১৮০৭৬৩২০ অথবা ০১৭১২৫৮২৬৩৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close