আড়াইহাজারজেলা/উপজেলাঢাকা বিভাগনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্ট না’গঞ্জ জেলা ও মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক অভয় কুমার রায়’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি শ্রীমতি অর্পণা রায় দাস।
অনুষ্ঠানির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন এর অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ। সার্বিক তত্বাবধানে ছিলেন- পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক নয়ন সাহা ও সদস্য সচিব ঋষিকেশ মন্ডল।
এসময় প্রধান অতিথি দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এবং এ-ই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেন।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব কার্ত্তিক ঘোষ’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. গৌতম মিত্র, সিনিয়র যুগ্ম মহাসচিব শ্রী সুভাষ চন্দ্র দাস, তথ্য ও গবেষণা সম্পাদক ইন্জিনিয়ার শ্রী সীমান্ত দাস, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, সাধু নাগ মহাশয় আশ্রম কমিটির সাধারণ সম্পাদক এড. তারাপদ আচার্য, শারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সম্পাদক পপি রানী সরকার, নাসিক ১৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।