আড়াইহাজারকক্সবাজারকমলগঞ্জ উপজেলাকিশোরগঞ্জকুমিল্লাখুলনা বিভাগগাজীপুরচট্টগ্রামচট্টগ্রাম বিভাগজামালপুরজেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগনরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দরময়মনসিংহ বিভাগমৌলভীবাজাররংপুর বিভাগরাজশাহী বিভাগরুপগঞ্জশ্রীমঙ্গল উপজেলাসিদ্ধিরগঞ্জসিলেট বিভাগসোনারগাঁও
ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমাটোলজি এন্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন-নিটোর (পঙ্গু হাসপাতালে) বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত।

***প্রেস রিলিজ***
বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৫ উপলক্ষে ফিজিওথেরাপি পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন ও বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি এর আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে উক্ত র্যালি শুরু হয়ে আগারগাঁও গিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে এসে শেষ হয়। উক্ত র্যালিতে কয়েক হাজার ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করে।
র্যালি শেষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিভিন্ন বিষয়ের প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিক্যালথেরাপি এসোসিয়েশনের সভাপতি ডা. মুহাম্মদ তৌহিদুজ্জানান, সাধারণ সম্পাদক ডা. মো: মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. এম ইয়াসিন আলী, ডা. প্রদীপ কুমার সাহা, ডা. তোফায়েল হোসেন। এছাড়াও নিটোর ফিজিওথেরাপিস্টস এলামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. মো: রুহুল আমিন উপস্থিত ছিলেন।
বিপিএসের সভাপতি বক্তব্যে বলেন:- “২০৫০ সালে বিশ্বে প্রবীনের সংখ্যা দাড়াবে ২.১ বিলিয়ন, বাংলাদেশে ৪ কোটির বেশি। এখন যদি ফিজিওথেরাপি নিয়ে সঠিক প্রস্তুতি না নেওয়া হয় তাহলে বয়স্কদের জন্য জীবনের শেষ মূহুর্ত গুলো কষ্টকর হয়ে উঠবে।সরকারি ভাবে ফিজিওথেরাপিস্ট নিয়োগ না দিলে,দেশের বৃহত বয়স্ক জনগোষ্ঠী ঝুকির মুখে পরবে বলে তিনি আসংকা জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক বলেন স্বাস্থ্য খাতে ফিজিওথেরাপি পেশাজীবীদের অবমুল্যায়নের ফলে প্রান্তিক জনগষ্ঠী বর্তমানে যেমন এই গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে,অতি শীঘ্রই স্বাস্থ্য মন্ত্রনালয়ে ফিজিওথেরাপিস্টদের যুক্ত না করলে, ভবিষ্যতে প্রবীণ দেশবাসীকে এই সেবা নিতে চরম বিপর্যয় বরণ করতে হবে। তাই যত দ্রুত সম্ভব স্বাস্থ্য খাতে ফিজিওথেরাপি পেশাজীবীদের যুক্ত করা আসন্ন সংকট নিরসনে প্রবল ভুমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।