কিশোরগঞ্জগাজীপুরঢাকানারায়ণগঞ্জ
কিশোরগঞ্জে মহিনন্দ ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
(২৯ আগস্ট) শুক্রবার রাতে খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি মো. মজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকার, সমাজ কল্যাণ সম্পাদক আহমদ ফারুক, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ মাওলানা মুহসীন উদ্দিন, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ্ নাঈম প্রমুখ।
কর্মী সমাবেশ শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে রাত সোয়া ৮টায় মাওলানা সিরাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট মহিনন্দ ইউনিয়ন শাখার কমিটি পুনর্গঠন করা হয়।



