নারায়ণগঞ্জ
কুতুবপুরে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ নিজ সংসদী এলাকা ফতুল্লার কুতুবপুরে গণসংযোগ করেছেন। শুক্রবার সকাল এগারোটা থেকে বিকাল পর্যন্ত কুতুবপুর ইউনিয়নের ভূইগড় বাস্ট্যন্ড এলাকায় নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগ করেন। এসময় নেতাকর্মীরা দেওয়াল ঘড়ি প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সহ-সাধারণ সম্পাদক শরীফ মিয়া, ফতুল্লা থানা সহ-সভাপতি আব্দুল করিম মিন্টু, আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দীন, কুতুবপুর ইউনিয়ন সভাপতি মুফতী জাকির হুসাইন, সাধারণ সম্পাদক আলী আকবর, প্রমুখ নেতৃবৃন্দ।