সিদ্ধিরগঞ্জ

জিয়ামঞ্চ নারায়ণগঞ্জ মহানগর ৬ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে জিয়ামঞ্চ নারায়ণগঞ্জ মহানগর ৬ নং ওয়ার্ডের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক মোঃ বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম সুমন ও সদস্য সচিব মোঃ সিহাব আহমেদ সিয়াম মনোনীত হয়েছেন।

১৯ ফেব্রুয়ারী (বুধবার) বাদ আসর সিদ্ধিরগঞ্জথানাস্থ নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

এসময় কমিটি ঘোষণা করেন জিয়ামঞ্চ নারায়ণগঞ্জ মহানগর এর সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম। পরে আহ্বায়ক কমিটির উদ্দেশ্যে সংগঠনের নীতি ও আদর্শ নিয়ে নির্দেশনা মূলক বক্তব্য দেন। এই কমিটিকে কোন ধরনের অপব্যবহার না করতে কঠোর প্রত্যয় ব্যক্ত করেন। জিয়াউর রহমানের ১৯ দফা এবং বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জিয়ামঞ্চ নারায়ণগঞ্জ মহানগর এর আহ্বায়ক মোঃ আলী নূর হোসাইন। তিনি সকলের উদ্দেশ্যে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এবং নীতিমালা মেনে চলতে নির্দেশনা দেন।

নবনির্বাচিত ৬নং ওয়ার্ড জিয়ামঞ্চের আহ্বায়ক মোঃ বাবুল হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা জিয়ামঞ্চ ৬নং ওয়ার্ড কাজ করে যাবো।

৬নং ওয়ার্ড জিয়ামঞ্চের সদস্য সচিব মোঃ সিহাব আহমেদ সিয়াম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতে আমরা কাজ করে যাবো।

নারায়ণগঞ্জ মহানগর ৬ নং ওয়ার্ড কমিটিতে যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন, মোঃ সাগর হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ জিহাদ হোসেন, মোঃ মামুন, মোঃ জহিরুল ইসলাম মাসুম, মোঃ হৃদয় প্রধান এবং সদস্য মোঃ আকাশ, মোঃ ফারুক, মোঃ ফরহাদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাদ্দাম বাবু, মোঃ শাহ আলম, মোঃ রিয়াদ হোসেন, মোঃ রিয়াদ আহমেদ রাহাত, মোঃ বাবু হোসেন, মোঃ শামীম, মোঃ জাহিদ হোসেন, মোঃ রাহাত, মোঃ সৌরভ, মোঃ শান্ত, মোসাঃ নাজমা বেগম, মোসাঃ পিংকি, মোঃ স্বপন, মোঃ আলমগীর সিকদার, মোঃ বিল্লাল, মোঃ জহিরুল ইসলাম মাসুম, মোঃ সোহেল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close