অপরাধসিলেট বিভাগ
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত সহ ৫ আসামী গ্রেফতার
মোঃঅন্তর মিয়া, প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এস,আই মোঃ আমিনুল ইসলাম, এসআই/এহসানুল হক হীরা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৩/০৯/২০২৩ইং তারিখ রাতে অভিযানে পরিচালনা করে পরোয়ানাভুক্ত ০১ (এক) জন ও নিয়মিত মামলার এজাহারনামীয় ০৪ (চার) জনসহ মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ-জিআর-১৭০/২৩ (শ্রীঃ) মামলার পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ মাহফুজ মিয়া (৩৪), পিতা-মোঃ আব্দুল হক, সাং-শান্তিবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল থানা থানার মামলা নং-১২, তারিখ-১৩/০৯/২০২৩ইং, ধারা-৮ (১)৮(২)৮(৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর এজাহার নামীয় আসামী ১. শুকুর মিয়া(২৬), পিতা-রহমত মিয়া, গ্রাম- আ/ঐ, ২. মোঃ হাসান মিয়া(২৫), পিতা-মৃত রেনু মিয়া, গ্রাম- লইয়ারকুল, ৩. মোঃ রুমন মিয়া(২২), পিতা-মোঃ জব্বার মিয়া, গ্রাম-আলীশারকুল, ৪. মোঃ তুষার মিয়া(২২), পিতা-মোঃ সেলিম মিয়া, গ্রাম-মাধবপাশা, সর্ব থানা- শ্রীমঙ্গল, জেলা–মৌলভীবাজার।
অদ্য ১৩/০৯/২০২৩ইং তারিখ সকল আসামীদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।