Bojrodgoni.com/Labপরিচিতি
দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক হলেন আহসানুল হাবিব সোহাগ
সংবাদ বিজ্ঞপ্তি : ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় জাতীয় দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদান করেছেন তরুণ সাংবাদিক আহসানুল হাবিব সোহাগ।১৩ নভেম্বর (শনিবার) থেকে তিনি এ পত্রিকার বার্তা সম্পাদক এর দায়িত্ব গ্রহণ করেছেন। পত্রিকাটির প্রকাশক আশরাফ উদ্দিন ও সম্পাদক জসীম উদ্দিন তাঁর নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সকলেই নব নিযুক্ত বার্তা সম্পাদকের সার্বিক সাফল্য কামনা করেন।
দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব নেয়া আহসানুল হাবিব সোহাগ দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক আনন্দবাজার এর সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেনও এছাড়াও তিনি বাংলা২৪ বিডি নিউজ সহ একাধিক পত্রিকা ও অনলাইনে সাংবাদিকতা করেছেন। জাতীয় অনলাইন দৈনিক বজ্রধ্বনি’তে বিভাগীয় সম্পাদক পদে দায়িত্ব পালন থেকে সাংবাদিকতায় তার হাতেখড়ি।
তার এই নিয়োগে দৈনিক বজ্রধ্বনি‘র সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদের পক্ষে দৈনিক বজ্রধ্বনি‘র এক্সিকিউটিভ নিউজরুম এডিটর রাকিবুল বসিলাম ইফতি শুভেচ্ছা জানিয়েছেন।
সাংবাদিক আহসানুল হাবিব সোহাগ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।