আন্তর্জাতিক
গাজার হাসপাতালে ইসরাইলি হামলা, নিহত এক নবজাতক
গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলি বাহিনী হেলিকপ্টার থেকে আক্রমণ চালানোর পর হাসপাতালের পাওয়ার জেনারেটর ধ্বংস হয়ে গেছে। এর কারণে এক নবজাতক মারা গেছে। হাসপাতালে অপারেশন কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। গাজার কামাল আদওয়ান হাসপাতালে ড্রোন হামলায় মেডিকেল স্টাফ ও রোগীদের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডাব্লিউএইচও প্রধান।
ওদিকে, গাজার খান ইউনিসে ৩টি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় অন্তত ৯জন নিহত হয়েছে। গাজা সিটির জাইতুন এলাকায়ও ৭জন নিহত হয়েছে। গাজায় এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর আক্রমণে ৪৪,০৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১০৪,২৮৬ জন।
ওদিকে, বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরাইলি বাহিনীর মিসাইল হামলায় অন্তত ৪জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪জন। লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৩,৬৪৫জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫,৩৫৫জন।